হঠাৎ আজ ঝড় ঊঠল আকাশ কালো করে মেঘের স্তুপ
কেটে গেল মন কেমন করা গুমোট,
বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন
বৃষ্টির ঝমঝমানি আনল শিতল অনুভুতি।
যদি হঠাৎ আজ সে আসে ,
অবুঝ মন খালি বলে তুমি কোথায়?
এমনি হঠাৎ ঝোড়ো হাওয়ার মতোন যেমন এসেছিলে ,
অনেক কাল হয়ে গেল ,তবু এখনো অপেক্ষা,
কল্পনায় মনে হয় তুমি এলে ,
বললে এক কাপ চা খাওয়াবে?
হঠাৎ ই আবার ছিড়ে যায় চিন্তার তার
চাবুক মেরে মনকে আনি শাষনে
হতাশ হয়ে আবার ফিরি একঘেয়ে বাস্তবে
শোনা যায় সেই পরিচিত সুর
রুটি করছ নাকি?